Khoborerchokh logo

চালের বাজার উর্দ্ধমুখী, এক মাসের মধ্যে স্বাভাবিক হবে:বানিজ্যমন্ত্রী 155 0

Khoborerchokh logo

চালের বাজার উর্দ্ধমুখী, এক মাসের মধ্যে স্বাভাবিক হবে:বানিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,‘চালের যে সমস্যা চলছে,তা থাকবে না। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে বোরো ধান উঠে যাবে। এর মধ্যে আমরা ১০ লাখ টন খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লাখ টন খাদ্য এসেছে। আশা করছি,এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে।
গত রোববার দুপুরে রংপুর জেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে ছয় মাস আগে তেলের দাম ৭০০ ডলার ছিল। এখন তা বেড়ে ১ হাজার ১০০ ডলারে পৌঁছেছে, যার কারণে আন্তর্জাতিক বাজারসহ বাংলাদেশেও তেলের দাম বেড়েছে।
এর আগে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ হোসনে আরা লুৎফা ডালিয়া,রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী প্রমুখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com